Be Verb কাকে বলে ? Be Verb বলতে কি বুঝায় ?

Be Verb কাকে বলে ? Be Verb বলতে কি বুঝায় ?


Be Verb ( সাহায্যকারী ক্রিয়া ) : যে সকল Verb এর নিজের কোন অর্থ নেই এবং বিভিন্ন ধরনের Sentence গঠনে Principle Verb কে সাহায্য করে তাকে Be Verbবলে । যেমন : 1.Rasel is going to school. 2. Radi was reading a book. 3. They were playing. এই তিনটি Sentence এ is, was, were যথাক্রমে going, reading ও playing এই Principle Verb গুলোকে অর্থ প্রকাশে সাহায্য করেছে তাই এগুলোকে Be Verb বলে ।

Note :Be Verb গুলো  Principle Verb কে Sentence গঠনে সাহায্য করে এজন্য Be Verb গুলোকে Helping Verb বা Auxiliary Verb ও বলা হয় ।

Tense অনযায়ী Be Verb এর বিভিন্ন রূপ ।

Note 1 : Present Indefinite Tense এ "হয়" অর্থে am / is / are কে মূল Verb হিসেবে ব্যবহার করা হয় ।এক্ষেত্রে Sentence গুলোতে কোন Principle Verb থাকে না ।
যেমন :
  • I am a student.
  • She is a girl.
  • They are boys.

 Note 2 : Past Indefinite Tense এ was / were কে মূল Verb হিসেবে ব্যবহার করা হয় ।এক্ষেত্রে Sentence গুলোতে কোন Principle Verb থাকে না ।
যেমন :
  • Kalam was ill yesterday.
  • They were happy.

9 comments:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.