Present Continuous Tense কি ? Present Continuous Tense কাকে বলে ? Present Continuous Tense বলতে কি বুঝায় ?

Present Continuous Tense কি ? Present Continuous Tense কাকে বলে ? Present Continuous Tense বলতে কি বুঝায় ?


 Present Continuous Tense : বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Continuous Tense হয় ।
যেমন
1. আমি ভাত খাইতেছি - I am eating rice.
2. মিনা স্কুলে যাইতেছে - Mina is going to school.
3. বালকেরা মাঠে খেলিতেছে - The boys are playing in the field.
4. আয়েশা বই পড়িতেছে - Ayesha  is reading a book.
5. কামাল মাঠে কাজ করিতেছে - Kamal is working in the field.
6. মাসুদ ঘূড়ি উড়াইতেছে - Masud is flying a kite.
7. তানিয়া গান গাইতেছে - Tania is singing a song.
8. ফাতেহা ভাত রান্না করিতেছে - Fateha is cooking rice.
9. মা কোরআন পড়িতেছে - Mother is reading the Quaran .
10. শিশুটি ঘুমাইতেছে - The baby is sleeping.
11. তামান্না মাছ কুটিতেছে - Tamanna is cutting a fish.
12. মহিমা দৌড়াইতেছে - Mohima is running.
13. করিম ও রহিম মাছ ধরিতেছে - Karim and Rahim are catching fish.
14. তাহারা গল্প করিতেছে - They are gossiping.
15. মেয়েগুলি কলেজে যাইতেছে - The girls are going to the college.
16.  জিয়া সাহেব রাজুর সাথে কথা বলিতেছেন - Mr Zia is speaking with Razu.

Sentence গঠন করার নিয়ম ।


গঠন : Subject + am / is / are +মূল verb+ing +object +Extension.

গঠন প্রনালী : এক্ষেত্রে  মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী am, is, are এর যে কোন একটি বসে ।



4 comments:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.