Use Either or. Either or এর ব্যবহার ।

দুজনের  মধ্যে যেকোন একজন অথবা  দু দলের মধ্যে যে কোন এক দল কাজটি  করবে  এরূপ বুঝাতে Either  or ব্যবহৃত হয় ।

Structure : Either + sub1 + or + sub2 + be verb + obj + ext


1.তুমি অথবা সে কাজটি করবে : Either you or he will do the work.

2.মিরা অথবা তুমি বাজারে যাবে : Either Mira or you will go to the market.

3.তুমি অথবা ফাতিহা আমটি খাবে : Either You or Fatiha will eat the mango.

4.মা অথবা চাচী এ ব্যপারে কথা বলবে : Either Mother or Aunty will talk about the matter.

5.তুমি অথবা নাহিদা নদীতে সাঁতার কাটবে : Either You or Nahida will swim in the river.

6.কামরান অথবা আমি অবশ্যই আসবো : Either Kamran or I will must come.

7.রুনা অথবা সাবিনা গান গাইবে : Either Runa or Sabina will sing.

8.আমরা অথবা তাহারা পুকুরে মাছ ধরব : Either we or they will catch fish in the pond.

No comments

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.