Adjective কাকে বলে ? Adjective কত প্রকার ও কি কি ?

Adjective কাকে বলে ? Adjective কত প্রকার ও কি কি ?

Adjective ( বিশেষণ ) : যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে । যেমন : 1. She is a beautiful girl. 2. My Shirt is green. 3. You have three pens. 4. Belal is  ill .

Adjective এর প্রকারভেদ : Adjective চার প্রকার । যথা :
  1. Adjective of quality ( গুনবাচক বিশেষণ )
  2. Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ )
  3. Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ )
  4. Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ )


  • Adjective of quality ( গুনবাচক বিশেষণ ) : যে সকল Adjective কোন ব্যক্তি বা বস্তুুর দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে । যেমন : beautiful, bad, good, ill ইত্যাদি ।
  • Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ ) : যে Adjective দ্বারা কোন বস্তুুর পরিাণ বুঝায় তাকে Adjective of quantity বলে । যেমন : some, little, many, much, enough ইত্যাদি ।
  • Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ ) : যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর সংখ্যা বুঝায় তাকে Adjective of number বলে । যেমন : Two, Three, Ten, nine ইত্যাদি।
  •  Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ ) : যে Adjective  কোন  Noun এর পূর্বে বসে ঐ Noun এর সাথে সম্পর্ক স্থাপন করে  তাকে Pronominal Adjective বলে । যেমন : 1. This is my pen. 2. That is her book. 3. This is your pencil. এখানে  my, her ও your যথাক্রমে Noun pen, book ও pencil এর পূর্বে বসে এদের সাথে সম্পর্ক স্থাপন করেছ , এগুলো হল Pronominal Adjective.

12 comments:

Theme images by TayaCho. Powered by Blogger.