Ever এর ব্যবহার ।
কোন কাজ কখনো করেছে কি না এমন মনের ভাব প্রকাশ করতে Ever ব্যবহৃত হয় ।
Structure : have / has + sub + ever + p p of verb + ext
1. তুমি কি কখনো জাপান গিয়েছো ? : Have you ever been to Japan ?
2. তুমি কি কখনো কফি পান করেছ ? : Have you ever taken coffee.
3. তুমি কি কখনো ফুটবল খলেছ ? : Have you ever played football ?
4. তুমি কি কখনো আরবিতে কথা বলেছ ? : Have you ever spoken in Arabic ?
5. সে কি কখনো বিরিয়ানি খয়েছে ? : Has he / she ever eaten biriyani ?
6. তুমি কি কখনো গাড়ি চালিয়েছো ? : Have you ever driven a car ?
7. রাজিয়া কি কখনো তোমাকে দেখেছে ? : Has Razia ever seen you ?
8. সে কি কখনো উপন্যাস টি পড়েছে ? : Has he ever read the novel ?
9. তোমরা কি কখনো মাছ ধরেছো ? : Have you ever caught fish ?
10. তোমরা কি কখনো ভুত দেখছো ? : Have you ever seen ghost ?
No comments
mrbasharr@gmail.com