Person কি ? Person কাকে বলে ? Person কত প্রকার ও কি কি ?

Person কি ? Person কাকে বলে ? Person কত প্রকার ও কি কি ?


Person (পুরুষ) : Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে ।

Person এর প্রকারভেদ : Person তিন প্রকার ।
যথা :
  1. First Person (উত্তম পুরুষ) 
  2. Second Person (মধ্যম পুরুষ)
  3. Third Person (নাম পুরুষ)

  •  First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যেয়  আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে । যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
  •  Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে । যেমন : You , Your , Yours ইত্যাদি ।
  • Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।

 মোটকথা হল : যে কথা বলে সে  First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person  এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । অামি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিয্ট সব Third Person . যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি ।

12 comments:

  1. Freshers jobs way provide fresher’s jobs ,walkins,direct recruitment, openings for freshers and experiencedfreshers jobs and recruiting experienced and freshers, walkins for freshers and experienced.Freshers jobs way provide a better jobs for your dream jobs through walkins,direct recruitment, openings for freshers and experienced.

    ReplyDelete
  2. Telugu70mm.com provides Latest Telugu movie reviews, Telugu movie news and Telugu political news, and other related news @ www.telugu70mm.com

    ReplyDelete
  3. ohh thx its a great post of person!!

    ReplyDelete
  4. ধন্নবাদ এতো সুন্দর করে পেরসন বুজানোর জন্য। এখানে আমি অনেক কিছু বুজলাম।

    ReplyDelete
  5. সত্যি পাবার যোগ্য ।
    মেনি মেনি থ্যংক্স

    ReplyDelete
  6. Terimakasih, Artikel anda sangat menarik
    Jangan lupa kunjungi :
    Website Kami

    ReplyDelete

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.