Use can. can এর ব্যবহার ।
কোন কিছু করতে সক্ষমতা আছে এরূপ বুঝাতে can এর ব্যবহার হয়ে থাকে ।
Structure: sub + can + verb + obj + ext
1. আমি কাজটি করতে পারি : I can do the work.2. আমরা সেখানে যেতে পারি : We can go there.
3. তাহারা এখানে আসতে পারে : They can come here.
4. রিপা ইংরেজি বলতে পারে : Ripa can speak English.
5. সে গাড়ী চালাতে পারে : He / She can drive a car.
6. তোমরা নদীতে সাঁতার কাটতে পার : you can swim in the river.
7. তাহারা গান গাইতে পারে : They can sing a song.
8. জেলেরা মাছ ধরতে পারে : The fishermen catch fish.
9. রাফি কোরআন তেলোয়া করতে পারে : Rafi can read The Quran.
10. সে রান্না করতে পারে : He / She can cook.
Note: এখানে subject third person singular number হলেও present indefinite tense এ verb এর শেষে s বা es যোগ হয় না ।
No comments
mrbasharr@gmail.com