Why to এর ব্যবহার ।

 কোন কাজ কেন করতে হবে এরূপ বুঝালে why to ব্যবহৃত হয় ।

Structure : sub + know / knows + why to + verb + obj + ext

1. আমি জানি কেন সেখানে যেতে হবে : I know why to go there.

2. আমি জানি কেন ডাক্তার ডাকতে হবে : I know why to call the doctor.

3. সে জানে কেন বই পড়তে হবে : He / She knows why to read a book.

4. আমরা জানি কেন ব্যায়াম করতে হবে : We know why to exercise. 

5. তারা জানে কেন মাছ ধরতে হবে : They know why to catch fish.

6. তারা জানে শিশুটি কেন কাঁদে : They know why to cry the baby.

7. তোমরা জানো কেন ঔষধ খেতে হয় : You know why to take medicine.

8. তুমি জানো কেন দুধ খেতে হয় : You know why to drink milk.

9. সে জানে মা কেন কাঁদে : He / She knows why to cry mother.

10. কণা জানে কেন কাজটি করতে হবে : Kona knows why to do the work.


No comments

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.