Present Perfect Tense কি ? Present Perfect Tense কাকে বলে ? Present Perfect Tense বলতে কি বুঝায় ?

Present Perfect Tense কি ? Present Perfect Tense কাকে বলে ? Present Perfect Tense বলতে কি বুঝায় ?

Present Perfect Tense : কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Verb এর Present perfect Tense  হয় ।
যেমন :
1. আমি ভাত খেয়েছি - I have eaten rice.
2. সে এইমাত্র ঢাকা থেকে এসেছে - He has come from Dhaka just now.
3. রীনা একটি গান গেয়েছে - Rina has sung a song.
4. তাহারা মাঠে ফুটবল খেলেছে - They have played football in the field.
5. তানিয়া একটি ছবি এঁকেছে - Tania has drawn a picture.
6.জিয়া সাহেব এসেছন - Mr Zia has come. 

Sentence গঠন করার নিয়ম ।

গঠন : Subject + have / has + Verb এর past participle রূপ + object +Extension

গঠন প্রনালী ; এক্ষেত্রে Verb এর Past participle রূপ বসে এবং তার আগে Subject অনুযায়ী have, has এর যে কোন একটি বসবে ।

6 comments:

  1. Sir এখানে came হবেনা মনে হয় ।
    He has come from Dhaka just now.
    2number example.......

    ReplyDelete
  2. কোথায় দেখলেন লেখা আছে Came

    ReplyDelete
  3. Good article, thanks for sharing, please visit

    our website

    ReplyDelete

Theme images by TayaCho. Powered by Blogger.