Future Perfect Tense কি ? Future Perfect Tense বলতে কি বুঝায় ?

Future Perfect Tense কি ? Future Perfect Tense বলতে কি বুঝায় ?

Future Perfect Tense : ভবিষ্যতে একটি নিদিয্ট সময়ের মধ্যে কোন কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে Verb এর Future Perfect Tense হয় অথবা ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে ও একটি কাজ অধিকতর পরে সংঘটিত হবে এরূপ বুঝালে যে কাজটি  আগে সংঘটিত হবে সেটির  Future Perfect Tense হয় । এবং অন্য কাজটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় ।
যেমন :
1.  সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে - He will Have completed the work before the Sun sets.
2. আমরা সকাল দশটার মধ্যে এখানে পৌঁছাব - We shall have arrived here by 10 am.
3. বাবা আসিবার পূর্বে মা রান্না করিয়া থাকিবে - Mother will have cooked before Father comes. 


গঠন : Sub + shall have / will have + Verb এর Past Participle রূপ + Object + Extension .


গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং Subject অনুযাযী Shall have বা will have এর যে কোন একটি বসে ।

1 comment:

Theme images by TayaCho. Powered by Blogger.