Future Continuous Tense কি ? Future Continuous Tense কাকে বলে ? Future Continuous Tense বলতে কি বুঝায় ?

Future Continuous Tense কি ? Future Continuous Tense কাকে বলে ? Future Continuous Tense বলতে কি বুঝায় ?


Future Continuous Tense : ভবিষ্যতে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Continuous Tense হয় ।
যেমন :
 1. আজ সন্ধায় তাহারা গান শুনিতে থাকবে - They will be listening Music this evening.
2. আজ বিকেলে আমি টেলিভিশন দেখিতে থাকব - I will be watching television this afternoon.
3.  আগামীকাল সকালে মা রান্না করিতে থাকবে - Mother will be cooking tomorrow morning.
4.   আগামীকাল তাহারা নদীতে সাঁতার কাটিতে থাকবে - They will be swimming in the river tomorrow.
5. আগামীকাল আমি একটি ছবি আঁকিতে থাকব - I shall be drawing a picture tomorrow.
6. রাজু স্কুলে যাইতে থাকবে - Raju will be going to School.
7. তোমরা মাঠে খেলিতে থাকবে - You will be playing in the field.
8. মেয়েরা গান গাইতে থাকবে - The girls will be singing a song.
9. রহিম ও করিম  পড়িতে থাকবে - Rahim and Karim will be reading.
10. মা রান্না করিতে থাকবে - Mother will be cooking.

 Sentence গঠন করার নিয়ম ।

গঠন : Subject + shall be / will be + মূল Verb + ing + Object + Extension .

গঠন প্রনালী : এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall be বা will be এর যে কোন একটি বসে ।

2 comments:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.