Past Indefinite Tense কি ? Past Indefinite Tense কাকে বলে ? Past Indefinite Tense বলতে কি বুঝায় ?


 Past Indefinite Tense :  অতীতে কোন কাজ শেষ হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় ।
যেমন :
1. তানিয়া গতকাল স্কুলে গিয়েছিল - Tania went to school yesterday.
2. রাসেল গতকাল সকালে বই পড়েছিল - Rasel read a book yesterday morning.
3. তাসিম গতকল বিকেলে তার বন্ধুদের সাথে মাঠে খেলেছিল - Tasim played with his friends in the field yesterday afternoon.
4. মা গতকাল রাত্রে রান্না করেছিল - Mother cooked yesterday night.
5. বাবা গতকাল দুইটি মুরগী কিনেছিল - Father bought two hens yesterday.
6. আমার বোন গতকাল একটি চিঠি লিখেছিল - My sister wrote a letter yesterday.
7. সুমি গতকাল সন্ধায় একটি ছবি এঁকেছিল - Sumi drew a picture yesterday evening.
8. লোকটি গতকাল মারা গিয়েছিল - The man died yesterday.
9. রতন গতকাল তার বাবার সাথে বাজারে গিয়েছিল - Ratan went to market with his father yesterday.
10.  রনি গতকাল ঢাকা গিয়েছিল - Rony went to Dhaka yesterday.

Sentence : গঠন করার নিয়ম ।

গঠন: Subject + verb এর Past রূপ + object + Extension.

 গঠন প্রনলী: এক্ষেত্রে Verb এর Past রূপ বসে এবং তার পূ্র্বে কোন সাহায্যকারী Verb বসেনা ।
==================@@@@@================

 



No comments

Theme images by TayaCho. Powered by Blogger.