Past Tense কি ? Past Tense কত প্রকার ও কি কি ? Past Tense বলতে কি বুঝায় ?

Past Tense কি ? Past Tense কত প্রকার ও কি কি ? Past Tense বলতে কি বুঝায় ?


Past Tense : অতীতে কোন কাজ শেষ হয়েছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past Tense হয় ।

যেমন :
1. আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
2.মহিমা স্কুলে গিয়েছল - Mohima went to School.
3. স্বপন বাজারে গিয়েছিল - Swapan went to the Market.
4. করিম একটি মাছ ধরেছিল - Karim caught a fish.
5. তারা গতকাল মাঠে খেলেছিল - They played in the field yesterday.
6. পিংকু গতকাল সকালে বই পড়িতেছিল - Pinku was reading a book yesterday morning.
 7. মা গতকাল বিকালে ভাত রান্না করিতেছিল - Mother was cooking rice yesterday afternoon.
8. গতকাল সকালে তারা মাছ ধরিতেছিল - They were catching fish yesterday morning.
9. গতকাল রাত্রে শিশুটি কাঁদিতেছিল - The baby was crying yesterday night.
10. রহিম ও করিম গতকাল সাঁতার কাটিতেছিল - Rahim and Karim were swimming yesterday.
 


Past Tense এর প্রকারভেদ : Past Tense চার প্রকার ।
যথা :
1. Past Indefinite Tense.

2. Past Continuous Tense.

3. Past Perfect Tense.

4. Past Perfect Continuous Tense.

1 comment:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.