Past Continuous Tense কি ? Past Continuous Tense কাকে বলে ? Past Continuous Tense বলতে কি বুঝায় ?

Past Continuous Tense কি ? Past Continuous Tense কাকে বলে ? Past Continuous Tense বলতে কি বুঝায় ?


Past Continuous Tense : অতীতে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past continuous Tense হয় ।
যেমন :
1. আমি গতকাল সকালে পড়িতেছিলাম - I was reading yesterday morning.
2. শাহিনূর গতকাল সন্ধায় একটি ছবি আঁকিতেছিল - Shahinoor was drawing a picture yesterday evening.
3. কোহিনূর গতকাল দুপুরে একটি মাছ কুটিতে (কাটিতে) ছিল - Kohinoor was cutting a fish yesterday noon.
4. তানিয়া গতকাল বিকালে গান গাইতে ছিল - Tania was singing a song yesterday afternoon.
5. তাহারা গতকাল সন্ধায় গল্প করিতেছিল - They were gossiping yesterday evening.
6. কাউছার গতকাল সন্ধায় ঘুমাইতেছিল - Kawsar was sleeping yesterday evening.
7. রহিম ও করিম গতকাল সকালে কলেজে যাইতেছিল - Rahim and Karim were going to College yesterday morning.
8. ছেলেমেয়েরা গতকাল সন্ধায় গান শুনিতেছিল - The children were listing to music yesterday evening.
9. বাবা গতকাল রাত্রে টেলিভিশন দেখিতেছিল - Father was watching television yesterday night.
10. রাহাত আজ সকাল দশটায় ছবি আঁকিতেছিল - Rahat was drawing a picture at 10 am today.

Sentence গঠন করার নিয়ম ।

গঠন: Subject + was / were + মূল Verb + ing + Object + Extension.

গঠন প্রনালী: এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী was / were এর যে কোন একটি বসে ।

3 comments:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.