Past Perfect Tense কি ? Past Perfect Tense কাকে বলে ? Past Perfect Tense বলতে কি বুঝায় ?
Past Perfect Tense : অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে ও একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় । এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয় ।
যেমন :
1. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.
2. আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল - The train had left before we reached the station.
3. আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল - The bell had rung before we reached the school.
4. আমরা ক্লাশে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাশে ঢোকিল - The teacher had entered the class before we entered the class.
5. ডাক্তার আসিবার পর রোগী মারা গেল - The patient died after the doctor had come.
6. আমরা স্কুলে পৌঁছার পর ঘন্টা বাজিল - The bell rang after we had reached the school.
7. আমরা ক্লাশে ঢোকার পর শিক্ষক ক্লাশে ঢোকিল - The teacher entered the class after we had entered the class.
8. আমি আসিবার পূর্বে সে চলে গেল - He had gone before I came.
9. আমি আসিবার পর সে চলে গেল - He went after I had come.
10. বাবা আসিবার পূর্বে মা ভাত রাঁধিল - Mother had cooked rice before father came.
sentence গঠন করার নিয়ম ।
গঠন: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.
গঠন প্রনালী: এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং তার পূর্বে had বসে ।
বিশেষ দ্রষ্টব্য: এক্ষেত্রে দুইটি Sentence before অথবা after দ্বারা যুক্ত হয় ।মনে রাখতে হবে before এর আগে Past Perfect Tense হয় এবং after এর পর Past perfect Tense হয় ।
=================================@@@@@@@======================
Nice
ReplyDeleteThanks for helpful article... jobhatinfo
ReplyDeleteExcellent
ReplyDeletenicely presented this chapter
ReplyDeleteNice
ReplyDeleteHe had read the book
ReplyDeleteGood
ReplyDeleteGood.
ReplyDeleteEnglish grammar সহজে শিখতে আমাদের সাইটে ভিজিট করতে পারেন।
www.easy24english.blogspot.com
Valo hyche
ReplyDelete