Past Perfect Cotinuous Tense কি ? Past Perfect Cotinuous Tense কাকে বলে ?

Past Perfect Cotinuous Tense কি ? Past Perfect Cotinuous Tense কাকে বলে ?

Past Perfect Continuous Tense: অতীতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতেছিল অথবা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past perfect Continuous Tense হয় ।
যেমন:
1. গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম - I had been reading for two hours yesterday.
2. আজ সকালে দুই ঘন্টা যাবত বৃয্টি হইতেছিল - It had been raining for two hours this morning.
3. গতকাল বিকালে তরুন তিন ঘন্টা যাবত কাজ করিতেছিল - Tarun had been working for three hours yesterday afternoon.
4. জেলেরা গতকাল দুই ঘন্টা যাবত মাছ ধরিতেছিল - The fishermen had been catching fish for two hours yesterday.
5. গতকাল রাত্রে তানিয়া এক ঘন্টা যাবত টেলিভিশন দেখিতেছিল - Yesterday night, Tania had been watching television for an hour.
6. যখন রহিম আসিল তখন আমি আমি পড়িতেছিলাম - I had been reading when Rahim came.
7. বাবা যখন আসিল মা তখন রান্না করিতেছিল - Mother had been cooking when Father came.
8. শিক্ষক যখন আসিল ছাত্ররা তখন খেলিতেছিল - The students had been playing when the teacher came.
9. দুলাভাই যখন আসিল আপা তখন গান গাইতেছিল - My sister had been singing when my brother in law came.
10. চাচা যখন আসিল তানিয়া তখন গান শুনিতেছিল - Tania had been listening music when Uncle came.

 sentence গঠন করার নিয়ম ।

 গঠন: Subject + had been + verb + ing + object + Extension.

গঠন প্রনালী: এক্ষেত্রে verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে had been বসে ।
বিশেষ দ্রষ্টব্য : 

4 comments:

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.