Number কি বা Number বলতে কি বুঝায় ? Number কত প্রকার ও কি কি ?

Number কি বা Number বলতে কি বুঝায় ? Number কত প্রকার ও কি কি ?
Number ( বচন ) : যে Word  {Noun বা Pronoun} দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমান বুঝায় তাকে Number বলে ।
যেমন : 
A pen, A man, An umbrella, Three pens, Five dogs, Three books ইত্যাদি ।
  
Number এর প্রকারভেদ : Number দুই প্রকার Singular Number Plural Number.
1. Singular Number ( এক বচন ) : যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বা এক বচন বলে ।

যেমন:  A doll, A pen, A book, A man,  A rat, A boy , An Egg, An Apple ইত্যাদি ।

2. Plural Number ( বহুবচন ) : যে Noun বা Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে বুঝায় তাকে Plural Number বা বহুবচন বলে ।
যেমন: Two dogs, Three books, five pens, Two men, six balls ইত্যাদি ।

2 comments:

  1. খুব দরকারি এবং উপকারি। ধন্যবাদ কর্তৃপক্ষকে।

    ReplyDelete

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.