Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?

Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?
Noun ( বিশেষ্য ) : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে ।


যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag ইত্যাদি ।

Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার ।
যথা:
  1. Proper Noun ( নামবাচক বিশেষ্য )
  2. Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
  3. Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য )
  4. Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য )
  5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

  • Proper Noun ( নামবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন নিদিষ্ট ব্যক্তি, বস্তুু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বলে । যেমন : Akbar, Sylhet, Meghna ইত্যাদি ।
  • Common Noun ( জাতিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বলে । যেমন : Student, Book, Dog, Flower ইত্যাদি ।
  •  Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Nounবলে । যেমন : Class, Army, Club, Family ইত্যাদি ।
  • Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন পদার্থের ওজন করা যায় কিন্তুু গণনা করা যায়না তাকে Material Noun বলে । যেমন : Oil, Water, Milk, Honey ইত্যাদি ।
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে । যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি।
  •  


30 comments:

  1. ধন্যবাদ উপকৃত হলাম

    ReplyDelete
  2. Thanks for your nice post...Best of luck.

    ReplyDelete
  3. simple sentense থেকে complex sentense কিভাবে CHANGE করবো

    ReplyDelete
  4. ভালো লেগেছে।

    ReplyDelete
  5. ভালো লাগলো তাই কপি করলাম

    ReplyDelete
  6. Sylhet কি বস্তুর নাম???

    ReplyDelete
    Replies
    1. Sylhet হল স্থানের নাম ।

      Delete

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.