Hardly এর ব্যবহার
কোন কাজ কদাচিৎ বা খুব কম করা হয় , এরূপ মনের ভাব প্রকাশ করতে hardly ব্যবহৃত হয়।
Structure : Sub + hardly + verb + obj + ext
1. তারা কদাচিৎ বিদ্যালয়ে যায় : They hardly go to school.
2. তারা কদাচিৎ ধুম পান করে : They hardly smoke.
3. আমরা খুব কম কম্পিউটার ব্যবহার করি : We hardly use computer.
4. আমরা কদাচিৎ মাছ ধরি : We hardly catch fish.
5. সে খুব কম চা পান করে : She hardly takes tea.
6. রাফি খুব কম ক্রিকেট খেলে : Rafi hardly plays cricket.
7. সে খুব কম এখানে আসে : He hardly comes here.
8. সে খুব কম বিরিয়ানি খায় : She hardly eats biriyani.
No comments
mrbasharr@gmail.com