Need এবং need to এর ব্যবহার

Need এবং need to এর ব্যবহার

Subject যদি ক্লিবলিঙ্গ অর্থাৎ অচেতন পদার্থ হয় তাহলে need এর পরে যে Verb টি থাকবে সেটির সাথে ing যোগ হবে ।

যেমন-

  • The boat needs repairing.
  • Your hair needs cutting.
  • These furniture need selling.
  • The car needs painting.
  • The pen needs changing.
  • The shirt needs sewing.

Subject যদি প্রাণীবাচক হয় তাহলে need এর পরে to বসবে এবং to এর পরে যে verb বসবে সেটির Present রূপ হবে ।

যেমন-

  • I need to go there.
  • You need to finish the work.

Negative Sentence এ need ব্যবহৃত হলে Subject 3rd Person Singular Number হলেও Present Indefinite TenseVerb এর শেষে s বা es যোগ হয়না ।

যেমন-

  • She need not go there.
  • He need not go to college.
  • Maha need not swim in the river.
  • Mohima need not play cricket.
  • fateha need not go to the market.
  • Shopon need not come here.

    Note:
    can, could, may, might, should, would, must, used to, ought to, need to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।

No comments

Theme images by TayaCho. Powered by Blogger.