ইংরেজী Capital Letter কোথায় ব্যবহৃত হয় ?

ইংরেজী Capital Letter কোথায় ব্যবহৃত হয় ?

Capital Letter ব্যবহারের নিয়মাবলী ।

1. প্রত্যেক Sentence এর প্রথম Word টি Capital Letter দিয়ে শুরু করতে হয় ।
যেমন : Sadia lives in Dhaka. She likes to read Arabic. 
2. বই, ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
যেমন : The Quran, The bible, The Daily Star. The Morning Sun ইত্যাদি ।
3. কোন জাতির নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
 যেমন : The Muslims, The Hindus ইত্যাদি ।
4. শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
  যেমন : Government Pilot high School, M.C College, Dhaka University ইত্যাদি ।
5. ব্যবসায় প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
   যেমন : Rahman Enterprise, Kadir and Sons ইত্যাদি ।
6. জাহাজের, বিমানের ও ট্রেনের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
    যেমন : The Titanic, The Banglar Alo, The Surma Express ইত্যাদি ।
7. বার ও মাসের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
    যেমন : Sunday, Monday, Tuesday, Wednesday, January, February, March ইত্যাদি ।
8. শিক্ষাগত যোগ্যতার উপাদি Capital Letter দিয়ে লিখতে হয় ।
     যেমন : M.A, B.A, F.R.C.S, M.B.B.S ইত্যাদি ।
9. Proper Noun এর  প্রথম অক্ষরটি Capital Letter হয় ।
      যেমন : Robin Plays with Obama. Riya and Tania go to School.
10.  কোন রাষ্টের নামের প্রথম অক্ষরটি Capital Letter হয় ।
  যেমন : Bangladesh, India, Japan, Bhutan, Egypt, Oman ইত্যাদি ।
11. অর্থপূর্ণ নাম সমুহ Capital Letter দিয়ে লিখতে হয় ।
  যেমন : The USA, The UK, The KSA, The UAE ইত্যাদি ।

No comments

mrbasharr@gmail.com

Theme images by TayaCho. Powered by Blogger.