Future Perfect Continuous Tense কি ? Future Perfect Continuous Tense বলতে কি বুঝায় ?

Future Perfect Continuous Tense কি ? Future Perfect Continuous Tense বলতে কি বুঝায় ?


Future Perfect Continuous Tense : ভবিষ্যতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে Verb এর Future Perfect Continuous Tense হয় অথবা ভবিষ্যতে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে সেইটির Future Perfect Continuous Tense হয় এবং অন্যটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় ।

যেমন : 
1. সে দুই বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে - He/She will have been reading in this College for two years.
2. আলিমা আজ সন্ধায় দুই ঘন্টা যাবত পড়িতে থাকিবে - Alima will have been reading for two hours this evening.
3. বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে - Mother will have been cooking before father comes.
4. রনি ফিরে না আসা পর্যন্ত আমি পড়িতে থাকিব - I shall have been reading until Ronny comes back.


 গঠন : Sub + shall have been / will have been + মূল verb + ing + Object + Extension .


গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall have been বা will have been এর যে কোন একটি বসে ।

6 comments:

  1. খুব সুন্দর ভাবে বুঝান হয়েছে। www.jobhatinfo.com

    ReplyDelete
  2. এখনো কোনো গ্রামার এ দেওয়া আছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকাল ব্যবহার হয় না

    ReplyDelete
  3. He/She will have been reading in this College for two years. হবে নাকি
    He/She will has been reading in this college for two years.
    Please জানাবেন।
    Thank You

    ReplyDelete

Theme images by TayaCho. Powered by Blogger.