Tense কি ? Tense কাকে বলে ? Tense কত প্রকার ও কি কি ? Tense বলতে কি বুঝায় ?
Tense : Tense হল সময় বা কাল Verb সংঘটিত হওয়ার সময় কে Tense বলে । Tense তিন প্রকার ।
যেমন :
1.Present Tense ( বর্তমান কাল ) ।
2.Past Tense ( অতীত কাল ) ।
3.Future Tense ( ভবিষ্যত কাল ) ।
Present Tense : বর্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense হয় ।
যেমন :
1.আমি ভাত খাই- I eat rice.
2.তানিয়া স্কুলে যায়-Tania goes to School.
3.রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছে- Robin is playing in the field with his friends.
4.করিম বই পড়িতেছে : Karim is reading a book.
Past Tense : কোন কাজ অতীতে শেষ হয়ে গেছে যার ফল এখন আর বাকি নাই তাকে Past Tense বলে ।
যেমন :
1.আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
2. তনিয়া স্কুলে গিয়েছিল- Tania went to school.
3. রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছিল- Robin was playing with his friends in the field.
4.করিম বই পড়িতেছিল- Karim was reading a book.
Future Tense : ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Tense হয় ।
যেমন :
1. আমি ভাত খাব- I shall eat rice.
2. তনিয়া স্কুলে যাবে- Tania will go to school.
3.রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতে থাকবে- Robin will be playing with his friends in the field.
4. করিম বই পড়তে থাকবে- Karim will be reading a book.
Past tense কত প্রকার ও কি কি?উদাহরণ দাও?
ReplyDeleteThere are 4 types
Deletepresent:
Indefinite
Continuous
perfect
Perfect continuous
thanks good
ReplyDeletethanks good
ReplyDeletethanks good
ReplyDeletethanks good
ReplyDeleteThank you
ReplyDeleteধন্যবাদ
ReplyDeletehum onnk onnk thkks
ReplyDeleteঅামি প্রতি সাইটে প্রবেশ করি এবং এগুলা শিখি... খুব ভালো একটা সাইট
ReplyDeleteNice article, next
ReplyDeleteVisit Our Website