Case কাকে বলে ? Case বলতে কি বুঝায় ? Case কত প্রকার ও কি কি ?

Case কাকে বলে ? Case বলতে কি বুঝায় ? Case কত প্রকার ও কি কি ?

Case এর সংজ্ঞা : কোন Sentence Verb এর সাথে সেই Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর যে সম্পর্ক থাকে তাকে Case বা কারক বলে ।
 যেমন :
  • Noman caught a bird - নোমান একটি পাখি ধরিয়াছিল ।
  • She has a doll - তাহার একটি পুতুল আছে ।
  • Rony did the work - রনি কাজটি করিয়াছিল ।
  • Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
উপরের Sentence গুলোর প্রথমটিতে caught verb এর সহিত Noman এবং bird এর, দ্বিতীয় sentence  এ has verb এর সহিত she এবং doll এর, তৃতীয় sentence এ did verb এর সহিত Rony এবং the work এর এবং চতুর্থ sentence এ read verb এর সহিত Fateha এবং Arabic এর সম্পর্ক রয়েছে । এই সম্পর্ককেই Case বলে ।
Case এর প্রকারভেদ : Case চার প্রকার ।
যথা :-
  1. Nominative Case ( কর্তৃকারক ) 
  2. Objective Case ( কর্মকারক )
  3. Possessive Case ( সম্বন্ধ পদ )
  4. Vocative Case ( সম্বোধন পদ )
Nominative Case ( কর্তৃকারক ) : যে Noun বা Pronoun , Sentence এর Verb এর কার্য সম্পাদন করে তাকে Nominative Case বলে ।
যেমন :
  • Fateha reads Arabic -  ফাতেহা আরবী পড়ে ।
  • They play football - তাহারা ফুটবল খেলে ।
  • Rony goes to school - রনি স্কুলে যায় ।
  • Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
Objective Case ( কর্মকারক ) : যদি কোন Noun বা Pronoun কোন transitive Verb অথবা Preposition এর Object হয় তখন তাকে Objective Case বলে ।
যেমন :
  • Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
  • They play football - তাহারা ফুটবল খেলে ।
  • Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
  • I know him  - আমি তাহাকে চিনি ।                       
     
Possessive Case ( সম্বন্ধ পদ ) : Sentence এ অবস্থিত কোন Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun বা Pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে Possessive Case বলে ।
যেমন :
  • Tania's pen is red -  তানিয়ার কলমটি লাল ।
  • This is Rony's bag - এই হয় রনির ব্যাগ ।
  • Rina's book is new - রিনার বইটি নতুন ।
  • Tina's sharee is nice - তিনার শাড়ীটি সুন্দর ।

Vocative Case ( সম্বোধন পদ ) : যে Noun কে সম্বোধন করে কিছু বলা হয় তাকে Vocative Case বলে ।
যেমন :
  • Hello ! How are you ? - এই যে ! কেমন আছ ?
  • Hey Tanim ! What are you doing ? - এই তিনা ! কি করিতেছ ?
  • Lina Come here - লিনা এখানে এসো ।
  • Ladies and gentlemen, the meeting is over  - ভদ্র মহিলা এবং মহোদয়গন, সভা শেষ হয়েছে ।

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Assignment help New South Wales
    Thetutorhelp.com Statistics Assignment Help New South Wales provide statistics homework assistance in all statistical project analysis to university students.https://www.thetutorshelp.com/assignment-help-in-new-south-wales.php
    Assignment help New South Wales

    ReplyDelete
  3. Assignment help in Australian capital territory
    Thetutorhelp.com Looking for top Assignment Helper? Offers best Assignment help in Australian capital territory quality assignment help services by online assignment helper Australia.https://www.thetutorshelp.com/assignment-help-in-australian-capital-territory.php
    Assignment help in Australian capital territory

    ReplyDelete
  4. Well said. Please continue this course. BDNews in this site you can get the latest news around the world.

    ReplyDelete
  5. THank you,,, for your nice post sir. i read you post from the begining. Pls See my post. Thank you, bom dia domingo

    ReplyDelete
  6. Best Assignment Help services provide in the United Kingdom has been an absolute blessing for me throughout my academic journey. The expert guidance and timely assistance they provide have significantly improved my grades and reduced my stress levels. Whether it's a complex research paper or a challenging math assignment, their team of professionals has always come to my rescue. The convenience of accessing their services online, anytime I need it, is a major plus. Assignment Help has undoubtedly been a key factor in my academic success, and I highly recommend it to fellow students.

    ReplyDelete

Theme images by TayaCho. Powered by Blogger.