Syllable কাকে বলে ? Syllable বলতে কি বুঝায় ? Syllable কত প্রকার ও কি কি ?

Syllable কাকে বলে ? Syllable বলতে কি বুঝায় ?  Syllable কত প্রকার ও কি কি ?Syllable ( শব্দাংশ ) : একটি Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি  Syllable বা শব্দাংশ বলে ।
যেমন : 
Farmer = Far+mer .  Mother = Mo + ther . River = Ri + ver . Doctor = Doc + tor .

Syllable এর প্রকারভেদ : Syllable চার প্রকার ।
1. Monosyllable.
2. Di syllable.
3. Trisyllable.
4. Polysyllable.




1.Monosyllable : যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Monosyllable বলে ।
যেমন :Cat, Rat, Bat, Cup, Pot, Mat, Pen, Dog, Top ইত্যাদি ।


2. Di syllable : যে Word এ দুইটি syllable থাকে তাকে  Disyllable বলে ।
যেমন : 
Mother = Mo + ther

Baby = Ba + by
Doctor = Doc + tor
Brother = Bro + ther


3. Trisyllable : যে Word এ তিনটি syllable থাকে তাকে Trisyllable বলে ।
যেমন : 
Saturday = Sa + tur + day  
Yesterday = Yes + ter + day
Beautiful = Beau + ti + ful
Umbrella = Um + bre + lla
Company = Com + pa + ny


4. Polysyllable : যে Word এ তিনটির বেশী syllable থাকে তাকে Polysyllable বলে ।
 যেমন : 
Examination = Exa + mi + na + tion

Reciprocal = Re + cip + ro + cal
Comparative = Com + pa + ra + tive
University = U + ni + ver + sity
Satisfaction = Sa + tis + fac + tion
 
 

18 comments:

  1. Usefull post. Thank you so much....

    ReplyDelete
  2. Elephant কিভাবে হবে বের করতে পারছি না?

    ReplyDelete
  3. Want to about syllable stress rules.

    ReplyDelete
  4. suppose কোন সিলেবল?

    ReplyDelete
  5. silent letter নিয়ে কোন লেখা নাই আপনাদে, এটা খুব জুরুরি দরকার,

    ReplyDelete
  6. Syllable সম্পর্কে বিস্তারিত লেখাটা ভালোই হয়েছে। আমি এই সম্পর্কে লিখেছি, চাইলে দেখতে পারেন, Syllable কাকে বলে উদাহরণ সহ

    ReplyDelete

Theme images by TayaCho. Powered by Blogger.