Should এবং Ought to এর ব্যবহার

Should এবং Ought to এর ব্যবহার

 1. কোন কিছু করা উচিত বা কোন কিছু করতে বাধ্য অথবা কোন কিছু করা কর্তব্য এইরূপ ক্ষেত্রে Verb এর Present form এর আগে সকল Person এর ক্ষেত্রে Should ব্যবহৃত হয়ে থাকে ।
 যেমন-

  • You should respect your Parents. - তোমার পিতামাতাকে তোমার সম্মান করা উচিত ।
  • Students should not smoke. - ছাত্রদের ধুমপান করা উচিত নয় ।
  • We should love our country.- আমরা আমাদের দেশকে ভালবাসা উচিত ।
  • Every one should obey the law. - প্রত্যেকে আইন মানা উচিত ।
  • You should help your father. - তোমার বাবাকে তোমার সাহায্য করা উচিত ।
  • Everyone should help the poor -  প্রত্যেকে গরীবকে সাহায্য করা উচিত ।

2. কোন কিছু করা উচিত, কর্তব্য, বা বাধ্যবাধকতা আছে এইরূপ ক্ষেত্রে এবং কাউকে কোন উপদেশ দিতে Ought to ব্যবহৃত হয়ে থাকে । Person, Number, GenderTense অনুযায়ী এটির রূপের কোন পরিবর্তন হয় না ।

যেমন -

  • We ought to love our country. - আমরা আমাদের দেশকে ভালবাসা উচিত ।
  • You ought to respect your Teacher. - তুমি তোমার শিক্ষককে সম্মান করা উচিত ।
  •  You ought to obey your parents. - তুমি তোমার পিতামাতাকে মান্য করা উচিত ।
  • I ought to go there. - আমার সেখানে যাওয়া উচিত ।   

    Note:
    can, could, may, might, should, would, must, used to, ought to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।                  

No comments

Theme images by TayaCho. Powered by Blogger.